শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৮, ২০২৩
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবীদ্বারে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক  সাঈদুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা সাঈদুল ইসলাম দেবীদ্বার উপজেলার বড়আলমপুরের আব্দুর রহমানের ছেলে  ।

মামলায় এজাহার নামীয় অন্য আসামিরা হলেন বড়আলমপুর গ্রামের সজিব (২৩), দেবীদ্বারের রায়হান (১৯) এবং অজ্ঞাত ৮ জনসহ ১১ জনকে আসামি করে মামলা করা হয়।

মামলা সূত্রে ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, গত ২৪ জানুয়ারি সন্ধ্যায় বড়আলমপুর এলাকায় মাহফিল চলাকালে মুদি দোকানদার ফারুকের দোকানের সামনে কিছু ছেলে মারামারি করে। তখন তিনি তাদের দোকানের সামনে থেকে সরিয়ে দেন। এ ঘটনায় ফের রাত সাড়ে ৮টার দিকে দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাঈদুল ইসলামসহ সজিব, রায়হান ও তাদের সহযোগীরা মিলে মুদি দোকানদার ফারুককে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।

মামলার অভিযুক্ত উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাঈদুর রহমানের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তার ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে  কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল বলেন, বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে তদন্ত কমিটি গঠনের পর ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, মামলাটি তদন্তাধীন। আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

আর পড়তে পারেন