শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অলোচনা সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৫, ২০১৯
news-image

 

মোঃ জামাল উদিন দুলালঃ

কুমিল্লার দেবিদ্বারে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃক আয়োজিত বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা সোমবার বিকেল ৩ টায় উপজেলা নির্বাহি অফিস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

দেবিদ্বার উপজেলার প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম আলী জিন্নাহ’র সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মোঃ মাঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাকিব হাসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) উত্তম কুমার কবিরাজ। এ সময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহ আলম, দেবিদ্বার মফিজ উদ্দিন আহম্মেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো মজিবুর রহমান, বাঙ্গুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ সেলিম সরকার।

উক্ত আলোচনা সভা শেষে কুইজ বিজয়ী প্রতিযোগিদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউ.এন.ও রাকিব হাসান।

আর পড়তে পারেন