শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, চরম ভোগান্তিতে শিক্ষার্থীসহ পেশাজীবি মানুষ

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১২, ২০১৭
news-image

মো. জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বারঃ
কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভায় গতদুই দিনের বৃষ্টির পানিতে তলিয়ে গেছে উপজেলা রাস্তাঘাট মাঠসহ অনেক রাস্তা বৃষ্টির পানি আটকে চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীসহ পেশাজীবি মানুষ।
উপজেলা প্রাণ কেন্দ্রে প্রতিষ্ঠত দেবিদ্বার মফিজ উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়,সুজাত আলী সরকারি কলেজ, মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ, দি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, উপজেলা পরিষদ স্কুল সহ কোমল মতি শিক্ষার্থী ,অভিভাবক ও উপজেলায় কর্মরত পেশাজীবিদের অভিযোগ, দেবিদ্বার পৌরসভায় নির্বাচিত পৌর মেয়র না থাকায় এবং পরিকল্পিত ভাবে ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণেই একটু বৃষ্টিতেই রাস্তার বেহাল অবস্থা সৃষ্টি হয় এতে ভোগান্তিতে পড়তে হয়।


এদিকে সোমবার দুপুরে উপজেলা সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা প্রাঙ্গন মাঠ ,রাস্তা-ঘাট, শান্তিরোড, শান্তি রোড, মাদরাসা পাড়া সহ অনেক জায়গায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট। এতে কোমলমতি শিশুসহ পেশা জীবি লোকজন ড্রেনেজ থেকে জমে থাকা নোংরা পানি অতিক্রম করে বাসাবাড়ীতে যেতে হয়।

আর পড়তে পারেন