সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে মাস ব্যাপী পণ্য ও শিল্প মেলা’র শুভ উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১৯, ২০১৯
news-image

 

মো. জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বার ঃ
আদিবাসী মহিলা উন্নয়ন সংস্থা আয়োজনে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা পরিষদ মাঠে বুধবার সকালে মাস ব্যাপী পণ্য ও শিল্প মেলা’র শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ জয়নুল আবেদিন।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার, দেবিদ্বার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি হাজী আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম।

আদিবাসী মহিলা উন্নয়ন সংস্থা’র সভাপতি রাখি মনি সিনহ্ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার প্রেসক্লাব যুগ্ন সাধারন সম্পাদক মো. জামাল উদ্দিন দুলাল, আওয়ামীলীগ নেতা মো. হেলাল উদ্দিন, যুবলীগ নেতা মো. জসিম উদ্দিন সহ আরো অনেকে। এদিকে মেলায় মোট ৩১টি ষ্টল রয়েছে। মেলায় দর্শনার্থীরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবে।

মেলায় থাকছে মনিপুরী গামছা, লুঙ্গি, জামদানী শাড়ী, টাংগাইল শাড়ী, ঘর সাজানো মতো মাটির তৈরি সরঞ্জাম, নাগর দোলা, ডিংঙ্গীনৌকা’র বিনোদন সহ আরো অনেক কিছু। মেলা চলবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পযর্ন্ত।

আর পড়তে পারেন