শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বার পৌর এলাকাসহ বৃষ্টি পানিতে তলিয়ে গেছে এতে ফসলাধিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি

আজকের কুমিল্লা ডট কম :
মে ২০, ২০১৮
news-image

মো. জামাল উদ্দিন দুলাল:
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা ৩দিনের বৃষ্টির পানিতে পৌর এলাকাসহ উপজেলার বেশির ভাগ এলাকা ৩দিনের বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এতে ফসলাধি সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সরজমিন ঘূরে দেখা গেছে পৌর এলাকার প্রান কেন্দ্র শান্তিরোড, উপজেলা কমপ্লেক্স, মোহনা আবাসিক এলাকা, গোমতী আবাসিক এলাকা, বারেরা সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কসহ নিচু এলাকাগুলো তলিয়ে যায় পানিতে। এমনকি বিভিন্ন এলাকার নিচু বসতঘরে পানি ঢুকে যায়। যার কারণে অকল্পনীয় দুর্ভোগে পড়তে হচ্ছে দেবিদ্বার পৌরবাসীকে। অপরদিকে উপজেলার গুনাইঘর মোহনপুর , পোনরা, ইউছুফপুরসহ সহ অনেক জায়গায়। স্থানীয়দের অভিযোগ পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থা বেহাল হওয়ার কারণে ও উপজেলার খাল গুলো বেদখ ও

সংস্কার না করায় এমনটা হচ্ছে বলে দাবী ভুক্তভোগী মানুষদের।
বৃষ্টি হলেই দেবিদ্বার সড়কে হাঁটু পানি। বর্ষায় পাড়া-মহল্লার অনেক সড়ক খাল-বিলে পরিণত হয়। এই কর্মব্যস্ত দেবিদ্বার সড়কগুলোয় জলজট জনদুর্ভোগের যেন কোনো সীমা-পরিসীমা নেই।

আর পড়তে পারেন