শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নগরীতে পোশা‌কের ব্রান্ড সপ ও বাজা‌রে অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১, ২০২৩
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় ৯তম রমজা‌নেও বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জ‌রিমানা ক‌রে‌ছে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ।

শনিবার (১ এপ্রিল) সকাল সা‌ড়ে ১০টা থে‌কে নগরীর ঝাউতলা, বাদুরতলা ও নিউমা‌র্কেট এলাকার পোশা‌কের ব্রান্ড সপ, ফল ও ইফতা‌রি বাজা‌রে তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হ‌য়।

এ সময় বি‌দেশী প‌ণ্যে আমদা‌নি কার‌কের স্টিকারবিহীন নি‌জে‌দের ম‌তো মূল‌্য ব‌সি‌য়ে বি‌ক্রি করার অ‌ভি‌যো‌গে ঝাউতলা এলাকার ডিজাইন লাইফ স্টাইল সপ‌কে ৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে। বা‌সি খাবার বি‌ক্রির উ‌দ্দে‌শ্যে সংরক্ষণ করায় সি‌টি মা‌র্কেটের হাজী বি‌রিয়া‌নি হাউজ‌কে ৫ হাজার টাকা জ‌রিমানা করা হয় ও বা‌সি ডিম জব্দ ক‌রে ধ্বংস করা হয়। এছাড়াও আজ অন‌্যায‌্য মূ‌ল্যে ফল বিক্রি ও ক্রয় ভাউচার দেখাতে না পারায় নিউমা‌র্কেট এলাকার সোহাগ ফল বিতান‌কে ১ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

সহকার‌ী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে উপ‌জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

আর পড়তে পারেন