শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে অবৈধভাবে মাটিবাহী ট্রাক্টর চলাচলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৩, ২০২১
news-image

 

নাঙ্গলকোট প্রতিনিধিঃ

কুমিল্লার নাঙ্গলকোটে অবৈধভাবে মাটিবাহী ট্রাক্টর চলাচলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার মক্রবপুর ইউপির ভুলুয়া পাড়া গ্রামে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রেট মিল্টন বিশ্বাস এ জরিমানা আদায় করেন।

এসময় কৃষি জমির টপ সয়েল কাটার অপরাধে বালু মহাল মাটি ব্যবস্থা আইনে জমির মালিককে ৫০ হাজার টাকা ও সড়ক পরিববহন আইনে ট্রাক্টরের ড্রাইভারের ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে বুধবার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রেট মিল্টন বিশ্বাস বলেন, আলাদা আলাদাভাবে ট্রাক্টরের ড্রাইভার ও কৃষি জমির মালিকের নিকট থেকে জরিমান আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

আর পড়তে পারেন