বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব: ঘরের ওপর গাছ, একই পরিবারের ৩ জন নিহত

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২৫, ২০২২
news-image

 

স্টাফ রিপোর্টার:

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঘরের ওপর গাছ পড়ে কুমিল্লার নাঙ্গলকোটে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

সোমবার  (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার হেসাখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন— হেসাখাল খামারপাড়া গ্রামের নিজাম উদ্দিন (২৮), তার স্ত্রী সাথী আক্তার (২৪) এবং তাদের শিশুকন্যা লিজা (৪)।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান মেহেবুব জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝড়ে গাছ পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। সকালে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।

এদিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝড়ো বাতাসে কুমিল্লার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। এর মধ্যে দাউদকান্দিতে গাছ ভেঙে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল প্রায় ৪ ঘণ্টা বন্ধ ছিল। মহাসড়কের ধীতপুর, হাসানপুর ও ইলিয়টগঞ্জ এলাকায় বেশ কয়েকটি গাছ ভেঙে পড়ে। এতে বন্ধ হয়ে পড়ে যান চলাচল। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ চালিয়ে মহাসড়ক সচল করেন।

অন্যদিকে কুমিল্লার নাঙ্গলকোটের মাহিনী এলাকায় গাছ পড়ে ভেঙে যায় রাইসমিলের চাল, কবরস্থানের দেয়ালসহ বেশ কিছু স্থাপনা।

এ ছাড়া লাকসাম উপজেলায় বেশ কিছু স্থানে গাছ ভেঙে রাস্তা বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বত্রই উদ্ধার অভিযান অব্যাহত রাখে।

কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, নাঙ্গলকোটে নিহতদের পরিবারের পাশে থাকবে জেলা প্রশাসন, তা ছাড়া অন্যান্য এলাকায় ক্ষতি নিরুপণে কাজ করছে প্রশাসন।

আর পড়তে পারেন