বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে শিক্ষকের অ শ্লীল আচরণের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৫, ২০১৯
news-image

 

মোঃ কামাল হোসেন জনি :

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের অশ্লীল আচরণের প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এসময় ওই শিক্ষকের পদত্যাগ ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সাংবাদিকদের জানান, তাদের শিক্ষক আজাদ নানা অজুহাতে ছাত্রীদের গায়ে হাত দেয়, জড়িয়ে ধরে, শ্রেণী কক্ষে ছাত্রীদের শাড়ি পড়তে বলে, ছাত্রীদের কাছে মোবাইল আছে বলে তাদের শরীর তল্লাশির নামে শ্লীলতাহানি করে, প্রতিবাদ করলে পরিক্ষায় ফেল ও টিসি দিয়ে বের করে দেওয়ার হুমকি দেয়। এসময় শিক্ষক আজাদের পদত্যাগ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা করে।

পরে প্রধান শিক্ষক বেলাল হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবু তাহের, আনোয়ার হোসেন, আলী আক্কাছ দুলাল, নাছির উদ্দিন ভাসানী ও হুমায়ন কবির ভুঁইয়া সহ শিক্ষক ও অভিভাবকরা মিলে শিক্ষার্থীদের বৃহস্পতিবার বিকেল ৩টায় ম্যানেজিং কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে আশ্বস্থ করে শান্ত করেন।

ছাত্র-ছাত্রীদের আন্দোলন চলাকালে বিদ্যালয়ের পেছনের গেইট দিয়ে পালিয়ে যায় শিক্ষক আজাদ।

আর পড়তে পারেন