রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পপি লাইব্রেরির উদ্যোগে ২০২৩ সালের নতুন শিক্ষাক্রমের আলোকে আলোচনা সভা

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৮, ২০২২
news-image

 

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লাল:

কুমিল্লায় পপি লাইব্রেরির উদ্যোগে ২০২৩ সালের নতুন শিক্ষাক্রমের আলোকে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  (১৮ আগস্ট) সকাল ১০ টায় শালবন মাল্টিপারপস হল বিজিবি ক্যাম্প কোটবাড়িতে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপি লাইব্রেরির স্বত্বাধিকারী ও অধ্যাপক আব্দুল মজিদ কলেজ এবং রেহানা মজিদ মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল মজিদ।

সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত উপচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. এ. কে.এম আছাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম।

অনুষ্ঠানে পপি লাইব্রেরির ডি.জি.এম ফারুক আহমেদ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন পপি লাইব্রেরির জি. এম. মোহাম্মদ আল- আমিন, বাংলাদেশ শিক্ষক সমিতি কুমিল্লা জেলার সভাপতি অধ্যক্ষ জহিরুল ইসলাম, কুমিল্লা জেলা বি.টি.এ’ এর সাধারণ সম্পাদক হানিফ মজুমদার, অধ্যাপক আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ ফেরদৌস আহমদ চৌধুরী, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা পরিষদ কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সংরাইশ সালেহা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল মতিন মোল্লা, হোচ্ছামিয়া লুৎফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, চৌদ্দগ্রাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন, চৌকুরি উচ্চ বিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক, সর্দার হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক কাজী মনিরুজ্জামান, কাদবা তলাগ্রামত.চ লাহা উচ্চ বিদ্যালয়ের অবসার কল্যাণ সম্পাদক কাজী আয়ুব আলী,বারপাড়া আমেনা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক নজির আহমেদ হাজারী, উত্তরদা উচ্চ বিদ্যালয়ের সদস্য ইদ্রিস মিয়া।

অনুষ্ঠানে কুমিল্লা জেলার ৮ উপজেলার কিন্ডারগার্টেনসহ ৪৫৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে সহকারী শিক্ষকসহ ১ হাজার ১৫০ জন শিক্ষক ‍উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন