বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পাথারিয়া পাহাড়ে রহস্যময় ফল

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১১, ২০১৯
news-image

ডেস্ক রিপোর্ট :

ফল নয়, রীতিমতো ধাঁধা যেন। দেখতে আদতে ফল মনে হলেও পরিবর্তিত রূপটা ফুলের মতোই। ফল আপনাআপনি ফেটে গিয়ে ফুলের অবয়ব তৈরি হয়। এই রহস্য ভেদ করতে সময় লাগল ৪ বছর। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাথারিয়া পাহাড়ে বেড়াতে গিয়েই রূপসী ফলটির লোভনীয় রঙে আকৃষ্ট হই। পাতা দেখতে অনেকটা বড় আলুর পাতার মতোই। কিন্তু পরিচয় জানতে গিয়েই দেখা দিল বিপত্তি।

কিছুদিন আগে বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়ামের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সরদার নাসির উদ্দিন গাছটির সঠিক পরিচয় জানালেন।  ইংরেজি নাম রেডস্টেক ক্লাইম্বার। কেননা, বাংলা নাম পাওয়া গেল না। আসামের স্থানীয় নাম ল’জাংঠু। ১৯৫৫ ও ১৯৯৫ সালের রেকর্ড থেকে জানা যায়, গাছটি সিলেট ছাড়াও কক্সবাজার, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনে পাওয়া যায়। অবশ্য বর্তমানে নিজস্ব আবাসে গাছটি কতটা সহজলভ্য, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।

এটি আরোহী গুল্ম বা লতানো ধরনের গাছ। শাখা-প্রশাখা সরু, লম্বা, মসৃণ ও বাকল হলুদাভ বাদামি। পাতা একান্তর, সরল ও ডিম্বাকার, ওপরের পিঠ গাঢ় সবুজ। পুষ্পমঞ্জরি কাংখিক, স্তবক। ফুল উভলিঙ্গ, সাদা বা হলুদ, ক্ষুদ্র, ৩ মিলিমিটার লম্বা। বৃতি পেয়ালার মতো। দলমণ্ডল গভীরভাবে খণ্ডিত হয়ে পাঁচটি অংশে বিভক্ত। পুংকেশর পাঁচটি, পাপড়িগুলো প্রতিমুখ। ফল ঝুলন্ত, পরিপক্ব অবস্থায় হলুদাভ। নীল রঙের ঝুলন্ত বীজের সংখ্যা একটি। ফুল ও ফলের মৌসুম আগস্ট থেকে মার্চ মাস পর্যন্ত।

আর পড়তে পারেন