বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পূর্ণাঙ্গ তৃপ্তি

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১, ২০১৭
news-image

 

কাজী মো: বেলায়েত উল্লাহ্‌ জুয়েল ঃ

বছর দুয়েক আগের কথা । সবে সন্তানের বাবা হয়েছি । অর্থনৈতিক দিক দিয়ে কিছুটা টানাটানি। যথাশীঘ্র অতি প্রয়োজনীয় মাসিক বেতন সংগ্রহ করলাম । বাড়ি ফিরব, বাসের জন্য ছোটখাটো একটি হোটেলের সামনে অপেক্ষা করছি । কাঠফাটা রোদ, মাথায় রাজ্যের চিন্তা , একমনে আয়ের সাথে পরিবারের সকলের সন্তুষ্টির হিসাব মিলাচ্ছিলাম । যদিও পরিবারের কাউকে কখনোই অসন্তুষ্ট দেখিনি কিন্ত ‘তৃপ্ত চোখ’ দেখেছি কিনা স্মরণ করতে পারছিলামনা । হোটেলের মুখে এক বৃদ্ধের আওয়াজ শুনে সম্বিৎ ফিরে পেলাম । বেয়ারাকে ডেকে এক গ্লাস পানি খেতে চাইছিলেন বৃদ্ধ, সত্তরোর্ধ্ব বয়স, অত্যন্ত দূর্বল মনে হচ্ছিল তাকে । বেয়ারা তাকে পানি এনে দিলেন…বৃদ্ধ বাইরেই দাঁড়িয়ে ছিলেন…পানি পান শেষ করে আস্তে আস্তে হাঁটা শুরু করলেন… কেন জানি তাকে খুব ক্ষুধার্ত মনে হচ্ছিল…সাতপাঁচ না ভেবেই কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, চাচা ভাত খাবেন?  খানিকটা মুখ বাঁকা করে উত্তর দিলেন,কে খাওয়াইবো!! এক ঝটকায় বললাম, উপরওয়ালা খাওয়াবে..আপনি খাবেন কিনা সেটা বলেন…. বৃদ্ধ আশ্বস্ত হলেন…মৃদুস্বরে বললেন,আইচ্ছা…. হোটেলে গিয়ে বসলাম…জিজ্ঞাসা করলাম চাচা ভাতের সাথে মুরগি খাবেন?  বললেন, না বাবা একটা ডিম দিয়া খাওয়ালেই চলব… বৃদ্ধের সরলতা আমাকে মুগ্ধ করলো…বেয়ারাকে মুরগি এবং ডিম দুটোই দিতে বললাম…. বৃদ্ধ বেশ তৃপ্তিসহকারে খেলেন… তার চোখ দুটো চকচক করছিল… বাইরে বেরিয়ে এলাম…বৃদ্ধের চোখ দুটোকে কেন জানি ভুলতে পারছিলামনা…. পরক্ষণেই পুলকিত বোধ করলাম… আরে!! এই কি তবে সেই ‘তৃপ্ত চোখ’ যার কথা কিছুক্ষণ আগে ভেবেছিলাম?  বুকভরা এক স্বস্তির নিশ্বাস ফেলে উপলব্ধি করলাম,যার আছে তাকে তৃপ্ত করার চেয়ে যার নেই তাকে তৃপ্ত করা সত্যিই অনেক সহজ । ও ভালো কথা,  সেদিন বৃদ্ধের পাশাপাশি এই অধমও কিন্তু পূর্ণাঙ্গ তৃপ্তি অনুভব করেছিলো ।

-কাজী মো: বেলায়েত উল্লাহ্‌ জুয়েল

প্রভাষক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ,কুমিল্লা

আর পড়তে পারেন