শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রাণি সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে দেবিদ্বারে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৩, ২০১৮
news-image

মো. জামাল উদ্দিন দুলাল :

“বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ-স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ” এই শ্লোগান’কে ধারন করে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের আয়োজনে সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ে এসে র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


দেবিদ্বার উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. এ এফ এম রকিবুল হাসান ভূইয়া’র সভাপতিত্বে ও উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. কর্ণ চন্দ্র মল্লিক এর সঞ্চালনায় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা মহিলা সভা নেত্রী ও জেলা পরিষদ সংরক্ষিত মহিলা সদস্য শিরিন সুলতানা, দেবিদ্বার উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. সুফিয়া বেগম। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. ইউনুছ মিয়া, উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরে সম্প্রসারন কর্মকর্তা ডা. মোহাম্মদ ইয়াছিন, দেবিদ্বার পৌর সচিব মো. ফখরুল ইসলাম,সাংবাদিক আতিকুর রহমান বাশার প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা প্রাণি সম্পদ’র কৃত্রিম প্রজন্মকারি মো. আতিকুর রহমান, ভেটেরিনারী মাঠ সহকারি মো. সেলিম ভূইয়া, মো. সৈকত ভূইয়া,আবদুল হাই,ও মো. আবদুল্লাহ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা -কর্মচারি , সাংবাদিক ও খামারী এসয় উপস্থিত ছিলেন।

এদিকে সারা দেশের ন্যায় পুরো উপজেলায় প্রাণি সম্পদ অধিদপ্তর সেবা সপ্তাহ ২০১৮ উপলক্ষে ২০-২৫ জানুয়ারী পযর্ন্ত পালন করা হবে।

 

আর পড়তে পারেন