ফ্যাসিস্ট সরকার লুটপাট করে দেশকে ধ্বংসস্তুপে পরিণত করে পালিয়ে গেছে: ড. মোশাররফ
জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:
বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, কুমিল্লা-১(দাউদকান্দি ও মেঘনা) আসনের প্রার্থী মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা ও বিরাজমান সমস্যার সমাধান করতে হলে ধানের শীষকে বিজয়ী করতে হবে। কারণ ধানের শীষের দল ছাড়া কেউ জনগণের স্বার্থরক্ষায় কাজ করেনি। বিএনপি যখনই ক্ষমতায় থাকে- দেশের অর্থনীতি, আইন শৃঙ্খলা, কৃষি, শিক্ষা,স্বাস্থ্য,বিদ্যুতসহ সকল ক্ষেত্রে উন্নয়ন হয়। দেশের মানুষ ভালো থাকে,নিরাপদে থাকে। অতীতে ধানের শীষে ভোট দিয়ে মানুষ ঠকেনি, বরং জিতেছে। আগামীতেও জিতবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের নৈয়ার উত্তর বাজার বালুর মাঠে এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
ড. মোশাররফ বলেন,ফ্যাসিস্ট সরকার লুটপাট করে দেশকে ধ্বংসস্তুপে পরিণত করে পালিয়ে গেছে। এই লন্ডভন্ড ধ্বংযজ্ঞ অবস্থা থেকে দেশকে টেনে তুলতে হলে যোগ্য ও সৎ নেতৃত্ব প্রয়োজন। জনগণের ভোটে ক্ষমতায় গেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার দ্রুত গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠাসহ সকল সমস্যার সমাধান করতে সক্ষম হবে।
তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিস্ট হাসিনা এখন বিদেশে বসে কলকাঠি নাড়ছে। ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু ভোটে দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকার রাষ্ট্র ক্ষমতায় আসীন হলে সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে।
উঠোন বৈঠকে প্রধান বক্তা ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, সারাদেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। পথে ঘাটে,হাটবাজারে শুধুই ধানের শীষের জয়গান। বাংলাদেশের অপ্রতিদ্বন্দ্বী নেতা তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য জাতি ধর্ম নির্বিশেষে ধানের শীষে ভোট দেওয়ার জন্য ড.খন্দকার মারুফ সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
বিটেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল আউয়ালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল হাশেম,দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভূইয়া,সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম,কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন আনন্দ প্রমুখ।
এদিকে সকাল থেকে ড.খন্দকার মারুফ হোসেন ধানের শীষের পক্ষে বিটেশ্বর ও মারুকা ইউনিয়নের চিনামুড়া, ওজারখোলা, চক্রতলা,চষই, ধারিবন্দ,কাটারীপাড়া ও মারুকা স্পটে গণসংযোগ করেন এবং পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
এইসব পথসভায় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা এম.এ লতিফ ভূইয়া,জসিমউদ্দিন আহমেদ, এনামুল হক সফর তালুকদার, মামুনুর রশীদ ভুইয়া, রোমান খন্দকার,আনোয়ার হোসেন আনন্দ,বোরহানউদ্দিন ভুইয়া প্রমুখ।











