শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব – ব্যারিষ্টার নাঈম হাসান

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৮, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা-১(দাউদকান্দি-মেঘনা) আসনের আসন্ন সাংসদ নির্বাচনে আ’লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর সদস্য ব্যারিষ্টার নাঈম হাসান বলেন, পড়াশোনাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে ।শিক্ষা হল জাতির মেরুদন্ড। নিজের ও দেশের উজ্জ্বল ভবিষ্যত গড়তে হলে সু-শিক্ষিত হওয়া ছাড়া কোন বিকল্প নাই।

২৭ জানুয়ারী মতিঝিলের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে জয় একাডেমি কর্তৃক আয়োজিত ঢাকাস্থ দাউদকান্দি, মেঘনা, তিতাস ও হোমনার ২০১৮ সালের আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং দোয়া পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যারিষ্টার নাঈম হাসান এসব কথা বলেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, বাবা-মা দের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের কারনে আজকে তাদের ১০ বছরের লেখাপড়ার প্রাথমিক পর্যায়ে শেষ করতে যাচ্ছে। জীবনের সবক্ষেত্রে অভিভাবকদের উপদেশ মেনে নিয়ে অগ্রসর হতে হবে।

ব্যারিষ্টার নাঈম হাসান আরো বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এখন আমাদের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করা।

এ সময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অন্যতম সদস্য মাহফুজ আলী চৌধুরী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ এর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ, প্রধান বক্তা হিসেবে ছিলেন কেন্দ্রীয় শিক্ষক নেতা মাঈন উদ্দিন ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুমিল্লা জেলা পরিষদ সদস্য নাসির উদ্দিন শিশির, সিটি মডেল কলেজের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান, মানিকনগর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম মিন্টু । এছাড়া মাহবুবুর রহমান, আলমগীর হোসেন স্বপন, আলামিন প্রমুখ।

আর পড়তে পারেন