শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর সমালোচনা করায় বেতিয়ারা দিবসের আলোচনা সভা পন্ড

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১১, ২০১৭
news-image

 

আনিছুর রহমানঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সমালোচনা করায় কুমিল্লার চৌদ্দগ্রামে বেতিয়ারা শহীদ দিবসের আলোচনা সভা পন্ড করে দিয়েছে আ’লীগের নেতাকর্মীরা।

শনিবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের গাংরা রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। এ সময় ঐতিহাসিক বেতিয়ারা শহীদ দিবসের অনুষ্ঠানে আসা দূর-দূরান্তের অতিথি ও শহীদদের সহযোদ্ধারা আতঙ্কিত হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

জানা গেছে, প্রতি বছরের ন্যায় এবারও শনিবার সকালে বেতিয়ারা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদ দিবসের অনুষ্ঠান শুরু হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ঐক্য ন্যাপের কেন্দ্রীয় সভাপতি পংকজ কুমার ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে বলেন, বঙ্গবন্ধুর সরকারের মাঝে যেমন মোস্তাক ঘাপটি মেরে বসেছিল। তেমনি বর্তমান সরকারের ভিতরে আরেকটি সরকার ঘাপটি মেরে আছে। বঙ্গবন্ধুর কন্যা একটা বিধবা পোশাক পড়ে হেফাজতের সাথে আলোচনায় বসা-এটা আমাদের জন্য, মুক্তিযোদ্ধাদের জন্য হতে পারে না। কেন হচ্ছে? এটা বঙ্গবন্ধুর কন্যার ব্যর্থতা না, আমি মনে করি আমাদের সকল মুক্তিযুদ্ধের শক্তির ব্যর্থতা। এ বক্তব্যের পরপরই অনুষ্ঠানে থাকা আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রধান অতিথি পংকজ কুমার ভট্টাচার্যকে লাঞ্চিত ও মাইক বন্ধ করে সভা পন্ড করে দেয়। এ সময় এ বক্তব্যে তীব্র প্রতিবাদ জানান কুমিল্লা জেলা পরিষদের চৌদ্দগ্রাম ওয়ার্ডের সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী, জগন্নাথদীঘি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কাজী বেলাল ও যুবলীগ নেতা মোল্লা কাশেম। তাৎক্ষণিক পুলিশ পংকজ ভট্টাচার্যকে গাড়িতে উঠিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়।

এর আগে বেতিয়ারা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি রক্ষা পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন জিবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক, জাতীয় গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডাঃ শাহাদাত হোসেন, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী, চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক আয়েশা জামান সিমু, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নেতা জিলানী শুভ, সম্পাদক আহসান হাবিব লাভলু, মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, গণতন্ত্রী পার্টি ঢাকা মহানগর সম্পাদক মিনহাজ উদ্দিন, সিপিবি নেতা শহীদ উদ্দিন বাবলু, জগন্নাথদীঘি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কাজী বেলাল, মুক্তিযোদ্ধা মমিনুল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা এছাক পাটোয়ারী, শহীদদের সহযোদ্ধা সুনীল কুমার মাঝিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক শামীম সরকার জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পংকজ কুমার ভট্টাচার্য থাকার কথা থানাকে অবহিত করা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাকে গাড়িতে উঠিয়ে দেয়া হয়েছে।

আর পড়তে পারেন