বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় কৃষি জমি দখলের অভিযোগে আ’লীগ নেতাকে ১০ দিনের জেল

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৭, ২০২০
news-image

বরুড়া প্রতিনিধি:
কুমিল্লার বরুড়ার ডেউয়াতলী গ্রামের ছফিউল্লাহ খন্দকারকে কৃষিজমি দখলের অভিযোগে মোবাইল কোর্টের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে দশ দিনের জেল প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট নাহিদা সুলতানা।

অভিযুক্ত ছফিউল্লাহ বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের ডেউয়াতলী গ্রামের আঃ মতিন খন্দকারের ছেলে।

জানা গেছে, ছফিউল্লা খন্দকার ইউপি আ‘লীগ নেতা। দলীয় প্রভাব খাটিয়ে গত কয়েকদিন পূর্বে ঝলম ইউনিয়নের ষোলাপুকুরিয়া গ্রামের ডা. শাহজান, আঃ ওয়াদুদ, কাউসার, খোকন মিয়া, আবদুল মান্নান ও মাও. আবদুস সাত্তার সহ আরো ১০/১২ জন কৃষকের ফসলি জমি জবরদখল করে ফিসারী করার জন্য ভেকু দিয়ে মাটি খনন কাজ শুরু করেন। এ ঘটনায় ভুক্তভোগীরা বরুড়া উপজেলা নিবার্হী অফিসার আনিসুল ইসলামের বরাবর ছফিউল্লার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে ফসলি জমিতে মাটি খনন কাজ বন্ধের জন্যে নির্দেশ দেন। নির্দেশ অমান্য করে খনন কাজ চলমান রাখলে নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও পুলিশ ছফিউল্লাহকে আটক করে। পরে উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে মোবাইল কোর্টে ছফিউল্লাহকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দশ দিনের জেল প্রদান করেন।

আর পড়তে পারেন