শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১৬, ২০১৯
news-image

 

 

এমডি. আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথযথ মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়। সোমবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ শুচনা করা হয়।

 

সূর্যদয়ের সাথে সাথে উপজেলা নিবাহী অফিসার আনিসুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসন শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম, অফিসার ইনচার্জ সত্যজিৎ বড়–য়া সহ সরকারি বেরসরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ।

 

তার পর একে একে বরুড়া উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পন করেন। উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা, কুচকাওয়াজ ও ডিসপ্লে  প্রদর্শিত হয়। বিজয় দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অনুষ্ঠান, মুক্তিযোদ্ধ বিষয়ক তথ্য চিত্র প্রদর্শনী সহ নানা আয়োজন অনুষ্ঠিত হয়। সব শেষে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আর পড়তে পারেন