শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় ৭০ বছরের রাস্তা বাশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতার সৃষ্টির অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৯, ২০১৯
news-image

 

স্টাফ রির্পোটার:

কুমিল্লার বরুড়া উপজেলায় ৭০ বছরের রাস্তা বাশেঁর বেড়া দিয়ে প্রতিবন্ধকতার সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের এগারগ্রামের মৃত. আবদুল বারিক এর ছেলে বসির ও নাছির গং প্রায় ৭০ বছরের ব্যবহৃত রাস্তাটি বাঁশের কঞ্চির বেড়া দিয়ে প্রতিবন্ধকতার সৃষ্টির করে। এতে প্রায় শতাধিক পরিবার মানবেতর জীবণ যাপন করছে বলে জানা যায়। কেউ এ বিষয়ে কথা বলতে আসলে বসির গঙ তাদের সাথে দুর্ব্যবহার ও হুমকি ধমকি প্রদান করে। এ দিকে এসব বিষয়ে প্রতিবেশী আঃ খালেক প্রতিবাদ করায় বসির গং জোড় করে রাস্তার জন্য দেওয়া তার জমির উপর বিভিন্ন প্রজাতির গাছের ছাড়া লাগিয়ে দেয়।

এ বিষয়ে আ: খালেক বলেন, বসির গং গত ২৯ জুলাই আমার বসত বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে বিভিন্ন প্রজাতির গাছের ছাড়া উপরে ফেলে দিয়ে জমি দখলের চেস্টা করে। এ ঘটনায় আমি বাদী হয়ে বরুড়া থানায় একটি মামলা দায়ের করি। উক্ত মালায় আসামীরা জামিনে বের হয়ে আমাকে প্রানণাশের হুমকি দেয় ও মানুষের দীর্ঘদিনের চলাচলের রাস্তাটি বন্ধ করে দিয়ে আমার জমি দখল করে গাছের ছাড়া লাগিয়ে দেয়। পুনরায় জমি সংক্রান্ত বিষয়ে আরো একটি মামলা দায়ে করেছি। বর্তমানে আমি এবং আমার পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভোগছি।
এ বিষয়ে বসিরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

আর পড়তে পারেন