শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বহিরাগত লোক এনে মিছিল ও প্রচারণা চালানোর অভিযোগ নৌকার প্রার্থীর বিরুদ্ধে

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১১, ২০২২
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বহিরাগত লোক এনে মিছিল, সমাগম ও প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে  নৌকা প্রতিকের প্রার্থীর বিরুদ্ধে।

শনিবার এ বিষয়ে রির্টানিং কর্মকর্তা মো: শাহেদুন্নবী চৌধুরীর কাছে লিখিত অভিযোগ করেছেন স্বতন্ত্র  মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু।

স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু লিখিত অভিযোগে উল্লেখ করেছেন – নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আরফানুক হক রিফাত এবং সদর সাংসদ আ.ক.ম বাহাউদ্দীন বাহারের নির্দেশে সিটি করপোরেশনের আওতা বহির্ভূত এলাকার জন প্রতিনিধি, দলীয় কর্মী বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেযারম্যানগণ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জন সমাগম, মিছিল ও শোডাউন করে যাচ্ছে এবং নির্বাচনের দিন বহিরাগতদের দ্বারা জনসমাগম ঘটিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করে প্রভাব বিস্তার করার চেষ্টা করবেন মর্মে জনশ্রুতি আছে। যাহা আচরণবিধির লঙ্ঘন। বিষয়টি যাচাই পূর্বক বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি।

আর পড়তে পারেন