শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাজেটে বেড়েছে যেসব পণ্যের দাম

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১৩, ২০১৯
news-image

 

ডেস্ক রিপোর্ট :

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ বৃহস্পতিবার ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন। প্রস্তাবিত বাজেট অনুসারে বেশ কিছু পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এসব পণ্য আমদানিতে ৫ শতাংশ ২৫ শতাংশ পর্যন্ত শুল্কারোপ করা হয়েছে। এবার একনজরে দেখা যাক এসব পণ্যের তালিকা।

প্রস্তাবিত বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারেঃ

১. দুধ, গুড়া দুধ ও দুগ্ধ জাতীয় খাবার। এসব পণ্য আমদানিতে ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ শুল্কারোপ করা হয়েছে।

২. প্রকৃতিক মধুর দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এ পণ্য আমদানিতে ১০ শতাংশ থেকে বৃদ্ধি করে ১৫ শতাংশ শুল্কারোপ করা হয়েছে।

৩. বিভিন্ন ধরনের অলিভওয়েল আমদানিতেও ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ পর্যন্ত শুল্কারোপ করার প্রস্তাব করা হয়েছে।

৪. শুকনা খাবার তৈরির উপদানেরও দাম বৃদ্ধি করা হয়েছে। এসব পণ্য আমদানিতে ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ শুল্কারোপ করা হয়েছে।

৫. লেমোনেটিংয়ের প্লাস্টিক শিট আমদানিতে ১০ থেকে ২৫ শতাংশ শুল্কারোপ করা হয়েছে।

৬. বৈদ্যুতিক বাতিতে ব্যবহৃত গ্লাস আমদানিতে ১০ শতাংশ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্কারোপ করা হয়েছে।

৭. এসি/ডিসি মটর আমদানিতে ১০ শতাংশ শুল্কারোপ করা হয়েছে।

বাজেট ব্ক্তৃতায় টিভি ও অনলাইনের মাধ্যমে অনুষ্ঠান সরবরাহকারী জ্যোতিষী ও ঘটকালি সেবার ওপর স্থানীয় পর্যায়ে এবং টেলিকম খাতে আমদানি পর্যায়ে ভ্যাট আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

এছাড়া, সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সকল তামাক পণ্য, মোবাইল কল, এলপি গ্যাস, চিনি, আমদানি করা গুঁড়ো দুধ, গুঁড়া মসলা, টমেটো কেচাপ, চাটনি, ফলের জুস, টয়লেট টিস্যু, টিউবলাইট, চশমার ফ্রেম, সিআর কয়েল, জিআই তার, তারকাঁটা, স্ক্রু, ব্লেড, ট্রান্সফরমার, সানগ্লাস, রিডিং গ্লাস, আমদানি করা পার্টিকাল বোর্ড, আমদানি করা সব ধরনের টায়ার ও স্মার্টফোনের দামও বাড়ছে।

প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের তৈজসপত্র, সয়াবিন তেল, পামঅয়েল, সানফ্লাওয়ার অয়েল ও সরিষার তেলের ওপর আমদানি পর্যায়ে ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে।

সোনা ও রুপার অলংকার, ইংলিশ মিডিয়াম স্কুল, লঞ্চের এসি কেবিন, ব্রডব্যান্ড ইন্টারনেট, ইনডেনটিং, আসবাবপত্র, পরিবহন ঠিকাদার, তথ্যপ্রযুক্তিনির্ভর সেবার ওপর খরচ বাড়বে।

আর পড়তে পারেন