শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাসে অগ্নিকান্ডের ঘটনা কারা ঘটিয়েছে এর সমস্ত রেকর্ড ও ছবিসহ প্রমাণ রয়েছে : প্রধানমন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৭, ২০২০
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

ঢাকায় হঠাৎ কয়েকটি বাসে কারা আগুন দিয়েছে সেগুলোর অডিও রেকর্ড ও ছবিসহ সব তথ্য-প্রমাণ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি বলছে, সরকারি এজেন্ট না কি বাসে আগুন দিয়েছে। আমরা ক্ষমতায় আছি, নিজেরা আগুন দিয়ে কেন বদনাম নেব? মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া তো আমাদের দায়িত্ব। বাসে আগুন দেওয়ার সিসিটিভি ফুটেজও রয়েছে আমাদের কাছে। ছবিও আছে। একেবারে পরিষ্কার। সুযোগ থাকলে সেগুলো দেখাতাম।

বিএনপির মিছিল চলে যাওয়ার পর গ্যাসলাইট দিয়ে কয়েক জন বাসে আগুন ধরিয়ে দেয়। বিএনপি নিজেরা আগুন দিয়ে সংসদে এসে সরকারের ওপর দায় চাপানোর চেষ্টা করছে, যেটিকে বলে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো। বাসে আগুন দেওয়ার ঘটনায় দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার বিষয়ে গতকাল সোমবার সংসদে পয়েন্ট অব অর্ডারে বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদের দেওয়া বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

হারুনের বক্তব্য শেষ হওয়ার পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠক মুলতবি করার কথা বলছিলেন। এ সময় প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলেন, বাসে কারা আগুন দিয়েছে সব রেকর্ড রয়েছে। সেটা আমি এখানে শুনাব। টেকনোলজি অনেক এগিয়ে গেছে। টেকনোলজি কথা বলবে। এর পর প্রধানমন্ত্রী নিজের মোবাইল ফোনে থাকা একটি অডিও রেকর্ড বাজিয়ে শোনান। তাতে একজনকে বলতে শোনা যায়, “গাড়ি পোড়ায়ে ফেলছে..। অপরদিক থেকে নেতা গোছের কাউকে জানতে চাইতে শোনা যায়, কোথায় পোড়াইছে। এর পর নেতা জানতে চান, কয়টা গাড়ি পোড়াইছে।

বলা হয় একটা। খবরদাতা ঐ নেতাকে বলেন, পুলিশ, র্যাব, সাংবাদিক সব আইছে। শনি বা রবিবার আমি আপনার সঙ্গে দেখা করব, কথা ছিল, আসতে হবে। নেতা বললেন, ঠিক আছে।” প্রধানমন্ত্রী এই অডিও রেকর্ড বাজানোর পর উপস্থিত সরকারদলীয় সদস্যরা টেবিল চাপড়ে তাকে ধন্যবাদ জানান।

শেখ হাসিনা বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, বিএনপির এমপি হারুনকে আমরা সংসদে প্রথম সারিতে বসিয়েছি। মাঝে মধ্যে তিনি এমন সব কথা এখানে তোলেন—আমরা সব উত্তর দিই না। তথ্য জেনে তার এখানে কথা বলা উচিত ছিল। হারুন নির্বাচন নিয়ে কথা বলেছেন। আমার প্রশ্ন—বিএনপি কী আদৌ নির্বাচন করে? নির্বাচনের নামে তারা একটা নাটক করে। নির্বাচনে গিয়ে কোনো প্রচার চালায় না, এজেন্ট দেয় না, ভোটের দিন কোনো কাজ করে না, হঠাৎ বলবে, নির্বাচন ঠিক হয়নি। প্রতিটা উপনির্বাচনেই তারা এরকম করবে, আর বলবে নির্বাচন ঠিক হচ্ছে না। এবার ঢাকায় দুটো উপনির্বাচন হলো, সেখানে একই ঘটনা দেখলাম।

যখন মানুষের ভোট তারা পাচ্ছে না, তখন তারা এসবই করছে। তিনি বলেন, নির্বাচন যদি করতে হয় তারা যেন ঠিকভাবে করেন। আমরা রাজনীতি করি, মানুষ চিনি। ঈশ্বরদীতে এমন একজনকে তারা প্রার্থী করল যাতে এক পয়সাও খরচ না হয়। টাকা-পয়সা যা পায় সব নিজেরা পকেটে রেখে দেয়। আর ভোটের মাঝখানে এসে সরে গিয়ে বলবে, ভোট ঠিক হয়নি। আসলে জনগণ তাদের অনেক আগেই প্রত্যাখ্যান করেছে। ২০০৮ সালের নির্বাচন থেকেই জনগণ তাদের প্রত্যাখ্যান করে। এরপর নানা অপকর্মের কারণে তারা জনগণ থেকে আরো দূরে সরে গেছে।

এর আগে বিএনপির হারুন তার বক্তব্যে বলেন, বাসে আগুনের ঘটনায় বিএনপির যাদের আসামি করা হয়েছে তাদের কয়েক জন করোনায় আক্রান্ত হয়ে বাসায়-হাসপাতালে ছিলেন। অথচ তাদের আসামি করা হয়েছে। এটা অন্যায়, জুলুম। একটি সংসদীয় কমিটি গঠনের জন্য স্পিকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, আপনি কমিটিতে যাকে খুশি রাখেন। এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা জাতি জানতে চায়।

আর পড়তে পারেন