শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে হেলিকাপ্টারে চড়ে ওয়াজ মাহফিলে আসলেন হুজুর

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১, ২০২৪
news-image

কুমিল্লা প্রতিনিধি:

ঢাকা নারায়নগঞ্জ আব্বাসী মঞ্জিল থেকে হেলিকপ্টারে করে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে যোগ দিতে আসেন হুজুর নারায়নগঞ্জ জৌনপুর দরবার শরিফের বর্তমান গদ্দিনিশীন পীর আল্লামা মুফতি ড.সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী। হেলিকপ্টারে হুজুরের আগমনের খবর শুনে সকল বয়সী অসংখ্য নারী-পুরুষের উৎসুক মানুষের ঢল নামে।

(৩১ জানুয়ারি ২০২৪)বুধবার দুপুর বিকাল ২:৩০ মিনিটে হেলিকপ্টারে করে ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়।এর আগে হেলিকপ্টার হুজুর নামে পরিচিত এই হুজুরকে দেখতে সকাল থেকেই এই এলাকা সহ দূরদূরান্ত থেকে উৎসুক জনতা অপেক্ষা করতে থাকে। উৎসুক জনতাকে নিয়ন্ত্রণ করতে বুড়িচং থানার পুলিশকে হিমশিম খেতে হয়েছে।

এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।উক্ত ওয়াজ মাহফিলটি বাকশীমূল ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আলী আকবর চেয়ারম্যানের স্মরণে অনুষ্ঠিত হয়েছে। এই মাহফিলের প্রধান অতিথি ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাজ্জাদ হোসেন।মাহফিলে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সভাপতি ও ইসলাম কমপ্লেক্সের স্বত্বাধিকারী হাজী মোঃ মফিজুল ইসলাম।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মফিজুল ইসলামের পরিচালনায় বিশেষ বক্তা হিসেবে ওয়াজ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ ওবাইদুস্ সোবহান মামুন সাঈদী।এছাড়াও আরো ওয়াজ করেন অন্যান্য আমন্ত্রিত ওলামায়ে কেরাম।

আর পড়তে পারেন