বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে ঋণের বোঝা সইতে না পেরে ৩ সন্তানের জনকের আত্নহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২২, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুর গ্রামে ঋণের বোঝা সইতে না পেরে সোমবার রাতে আব্দুল হান্নান (৩২) নামে ৩ সন্তানের জনক বিষপানে আত্নহত্যা করেছে।

নিহতের স্ত্রী রাবেয়া আক্তার ও পুলিশ সুত্র জানায়,জেলার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামের মৃত মিন্নত আলীর ছেলে আব্দুল হান্নান পেশায় একজন নির্মাণ শ্রমিক।

সংসারের অভাবের তাড়নায় সে স্থানীয় ব্র্যাক,আশা,গ্রামীণ ব্যাংক ও দ্বীপ,সাজেদা ফাউন্ডেশন ও পপি নামের একটি এনজিও থেকে কিস্তিতে কয়েক লক্ষ টাকা ঋন নেয়। কিস্তি পরিশোধ করতে করতে একসময় নিয়মিত টাকা পরিশোধে ব্যর্থ হয়ে গত সোমবার রাত আনুমানিক ৯ টায় পরিবারের সদস্যদের অগোচরো বাড়ির পাশে জমিতে কেরির ট্যাবলেট খেয়ে ফেলে। পরবর্তীতে গ্রামের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

খবর পেয়ে দেবপুর ফাঁড়ি পুলিশের এসআই আবুল খায়ের মরদেহ সুরতহাল শেষে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে বুড়িচং থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।

আর পড়তে পারেন