শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে কংশনগর বাজারে অগ্নিকান্ডে ৩০ টি দোকান পুড়ে ছাই

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৭, ২০১৭
news-image

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৩০ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (১৭ নভেম্বর) বিকেল ৪ টায় এ অগ্নিকান্ডের সূত্রপাত হয় । ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে বিকেল সাড়ে ৫ টায় আগুন নিয়ন্ত্রণে আনে। একটি খাবারের হোটেল থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে ।

স্থানীয় সূত্র জানায়, বিকেল ৪ টায় বাজারে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন ছড়িয়ে পড়ে। মুরাদনগর, দেবিদ্বারসহ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকদের সম্মিলিত প্রয়াসে প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে হোটেল,সেলুন,ফল দোকান,লেপ তোষকের দোকান,বীজ দোকানসহ প্রায় ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

এর আগে কয়েক মাস আগে এই কংশনগর বাজারেই অগ্নিকান্ডে এক শিশুসহ প্রায় কোটি টাকার সম্পত্তি পুড়ে ছাই হয়ে যায় ।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজ কুমার দে জানান, একটি খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

আর পড়তে পারেন