বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে গাড়ি চাপায় মোটরসাইকেল চালক নিহত; ছেলে হাসপাতালে

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৩১, ২০২২
news-image

স্টাফ  রিপোর্টার:
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোরপাই শাহজাদ জুট মিল এলাকায় অজ্ঞাত গাড়ী চাপায় মোটরবাইক আরোহী বাবা নিহত হয়েছে। এ ঘটনায় ছেলে আহত হয়।

সোমবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম জাহাঙ্গীর আলম মজুমদার (৬০)। তার বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী এলাকার চাষাপাড়া। এ ঘটনায় তার ছেলেকে আবদুল আওয়াল জনিকে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে ধুমরে মুচড়ে যাওয়া মোটর বাইকের পাশে মরদেহ পরে আছে। আমরা স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেছি।

আর পড়তে পারেন