শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় করোনা সংক্রমণ রোধে তৎপর উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী

আজকের কুমিল্লা ডট কম :
মে ১০, ২০২০
news-image

আনোয়ারুল ইসলাম :
কুমিল্লার ব্রাহ্মণপাড়াকে প্রাণঘাতি করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারি আইন, নিয়ম নীতি মেনে ঘরে থাকতে জনসাধারণকে বিভিন্নভাবে আহবান জানাচ্ছেন ব্রাহ্মণপাড়া প্রশাসন।

করোনা সংক্রমণ রোধে রবিবার দিনব্যাপী উপজেলার সদর বাজার, মালাপাড়া, দুলালপুর, মহালক্ষীপাড়া, শিদলাই, চান্দলা ও বড়ধুশিয়া বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সেনাবাহিনীর সহযোগিতায় প্রচার অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। এসময় মুখে মাস্ক, হ্যান্ড গøাভস না পড়ায় এবং সরকারি নির্দেশনা না মেনে চলায় ৩ জন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে নগদ অর্থ জরিমান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাফর সাদিক চৌধুরী।

দিনব্যাপী প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। অভিযানে সেনাবাহিনীর ক্যাপ্টেন মেহেদী এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন