শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ১ হাজার ৫০ ফুট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২, ২০১৭
news-image

মাসুক হৃদয়, ব্রাহ্মণবাড়িয়া ঃ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার থলিয়ারা ও রাজঘর গ্রামে অভিযান চালিয়ে এক হাজার ৫০ ফুট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (০২ অাগস্ট) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অাব্দুল্লাহ অাল মামুনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট অাব্দুল্লাহ অাল মামুন জানান, অভিযানে থলিয়ারা ও রাজঘর দুই গ্রামের প্রায় এক হাজার ৫০ ফুট অাবাসিক গ্যাস সংযোগ অবৈধ হিসেবে চিহ্নিত হয়। এরপর গ্যাস অাইন ২০১০ এর ১০ ধারার ২ উপধারার ‘ক’ এর অাওতায় এসব অবৈধ সংযোগের পাইপ লাইন মাটি থেকে উপড়ে ফেলা হয় এবং পাইপগুলো জব্দ করা হয়।

অভিযান চলাকালে বাখরাবাদ গ্যাস ডিষ্টিবিউশন কোম্পানি লিমিটেডের প্রকৌশলী সাইফুল অালম ভূঁইয়াসহ অাইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানের সময় স্থানীয় একাধিক গ্রাহক অভিযোগ করেন, মহসিন মিয়া ও সাহেদ মিয়া নামের দুই ঠিকাদার অন্তত শতাধিক ব্যবহারকারির কাছ থেকে গ্রাহক প্রতি ৭০ হাজার টাকা নিয়ে এসব অবৈধ গ্যাস সংযোগ প্রদান করেছিল।

আর পড়তে পারেন