শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ভিবিডি কুমিল্লার ক্যাম্পেইন “নিরাপত্তার চাদরে ভ্রমন”

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৯, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
ভলান্টিয়ার ফর বাংলাদেশ এই নাম কে কুমিল্লায় নতুন করে পরিচয় করি দেওয়ার প্রয়োজন হয় না এখন আর।কেননা তারা যেভাবে দেশ এবং সমাজের উন্নয়নে যেভাবে কাজ করে যাচ্ছে তার জন্য তারা সত্যিই প্রশংসার দাবিদার। আর এইবার তারা ধারাবাহিকতায় কুমিল্লা থেকে যেসকল দূরপাল্লার বাস ঢাকা – চট্টগ্রাম যায় সেসকল বাসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (কুমিল্লা জেলা) উদ্যোগে “নিরাপত্তার চাদরে ভ্রমন” ক্যাম্পেইনের মাধ্যমে একযোগে প্রিন্স, সৌদিয়া, এশিয়া এয়ারকন এর মতো বাসে ফার্স্ট এইড বক্স(তাৎক্ষনিক চিকিৎসার জন্য) প্রদান করা হয়।তাদের এই বক্স প্রদানের উদ্দেশ্য হল যারা দূরদূরান্তে বাসে ভ্রমন করে তাদের নানা সময় শারীরিক অসুস্থতা থেকে শুরু করে কখনো কখনো দূর্ঘটনার কবলে পরতে হয় আর তাতে দরকার হবে এই ফার্স্ট এইড বক্সের।এই বক্সে প্রাথমিক চিকিৎসার জন্য যেকল জিনিস প্রয়োজন তার সব কিছুই বিদ্যমান। আর তাদের এই কাজে বাস মালিক থেকে শুরু করে সাধারণ যাত্রীরা সকলেই খুশি এবং স্বাগত জানিয়েছে তাদের এই মহৎ কাজকে। এই ক্যাম্পেইনে চলাকালে উপস্থিত ছিলেন ভিবিডি-কুমিল্লার পাবলিক রিলেশন অফিসার আবরার আল-দাইয়ান,জনসংযোগ কর্মকর্তা কান্ত,প্রজেক্ট অফিসার রাফি, কোষাধ্যক্ষ সামি এছাড়াও এই ক্যাম্পেইনের লিডার- সুস্ময় ও কো-লিডার আনিকা সহ প্রায় ২৫জন ভলান্টিয়ার।

আর পড়তে পারেন