সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মনোহরগঞ্জে কমিউনিটি পুলিশিং দিবসের র‌্যালি ও আলোচনা সভা

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২৮, ২০১৭
news-image

আবদুর রহিম,মনোহরগঞ্জঃ
পুলিশই জনতা, জনতাই পুলিশ- এ শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জে থানা প্রশাসনের উদ্যোগে কমিউনিটি পুলিশিং দিবসের এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠ থেকে শুরু করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়। র‌্যালি শেষে মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ শামছুজ্জামান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন থানা কমিউনিটি পুলিশিং এর প্রধান উপদেষ্টা ও মনোহরগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ইয়াছমিন আক্তার, থানা কমিউনিটি পুলিশিং এর উপদেষ্টা আবদুল কাইয়ুম চৌধুরী, থানা কমিউনিটি পুলিশিং এর উপদেষ্টা আবদুল খালেক দয়াল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল আজিজ, মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ আবদুল মতিন, নীলকান্ত ডিগ্রি কলেজ অধ্যক্ষ আবু জামাল খান, সদস্য সচিব মাষ্টার সোলায়মান, আবদুল মজিদ খান রাজু, জীবন দেবনাথ টুটুল, উত্তর হাওলা ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান হিরণ, ঝলম উত্তর ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, ঝলম দক্ষিন ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান, নাথের পেটুয়া ইউপি চেয়ারম্যার মোঃ রুহুল আমিন সহ থানা, ইউনিয়ন, ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য বৃন্দ এবং বিভিন্ন স্কুলের শিক্ষক/শিক্ষার্থী ও সামাজিক ব্যাক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন মনোহরগঞ্জ থানা এসআই মোঃ ইউনুছ। এছাড়া মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে বৃক্ষ রোপনের মাধ্যোমে কমিউনিটি পুলিশিং দিবসের অনুষ্ঠান শুরু করে থানা প্রশাসন

আর পড়তে পারেন