মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মনোহরগঞ্জে নোয়াগাঁও সরকারি প্রা: বিদ্যালয়ের বেহাল দশা

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৩, ২০১৮
news-image

শাহাদাত হোসেন:
কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের নোয়াগাঁও সরকারি প্রা: বিদ্যালয়ের এখন বেহাল দশা। প্রতিনিয়ত ধ্বসে পড়ছে ভবনের বিভিন্ন অংশ। আহত হচ্ছে ছাত্র-ছাত্রী সহ বিদ্যালয়ের শিক্ষকরাও।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মনোহরগঞ্জ উপজেলার নোয়াগাঁও সরকারী প্রা: বিদ্যালয়ের মাত্র একটি ভবন। যার মধ্যে চারটি মাত্র কক্ষ রয়েছে জরার্জীণ। তার মধ্যে একটি ব্যবহার হয় অফিসের জন্য। আর বাকি তিনটি জরাজীর্ন কক্ষে ঝুঁকিপূর্ন অবস্থায় ক্লাস করছে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। বিদ্যালয়টি স্থাপিত হয় ১৯৯২ ইং সালে। দীর্ঘ ২৬ বছর পার হলেও তেমন কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি ওই বিদ্যালয়ে। ২৬ বছরের পুরোনো ভবনের ছাদ ধ্বসে পড়ে প্রতিদিন আহত হচ্ছে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী। চলতি বছরের ১৮ মার্চ ছাদ ধ্বসে পড়ে ৫ম শ্রেণির ছাত্রী শান্তা আক্তার ও একই শ্রেণির ছাত্রী নিপা আক্তার আহত হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। বিদ্যালয়ের আর কোন ভবন না থাকায় জরাজীর্ন এই ভবনে প্রতিদিনই ভয় আর আতঙ্কের মধ্য দিয়ে ক্লাস করছে ছাত্র-ছাত্রীরা। স্থানীয়রা আশঙ্কা করছে, যে কোন মুহুর্তে ভবন ভেঙ্গে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিদ্যালয়ের সামনে বাচ্চাদের কোন খেলার মাঠ নেই। বর্ষা আসলেই বিদ্যালয়ের চারপাশে পানি ছুঁইছুঁই করে শ্রেণিকক্ষে। বিদ্যালয়ের দুইটি টয়লেট থাকলেও একটিও ব্যবহারের উপযোগী নয়। যার জন্য আরো বেশি ভোগান্তিতে থাকতে ছাত্র ছাত্রীদের। এই বিদ্যালয়ের মোট ছাত্র- ছাত্রী রয়েছে ১৬৮ জন। শিক্ষক রয়েছেন মাত্র ৩ জন। তার মধ্যে প্রধান শিক্ষিকা রয়েছে প্রশিক্ষণরত অবস্থায়। আর বাকি দুইজনকে দিয়েই ক্লাস চালিয়ে নিতে হয়। এই হিমশিম খেতে হচ্ছে শিক্ষকদের।

আর পড়তে পারেন