শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগরে পরকীয়ার জেরে বন্ধুকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৫, ২০২২
news-image

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে পরকীয়া প্রেমের জের ধরে মো. সজিব (৩৪) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে তারই বন্ধু মো. সাকিব (২৫)। বৃহস্পতিবার রাতে উপজেলার বিষ্ণপুর-রামচন্দ্রপুর সড়কের কাগাতুয়া গ্রামের ইন্দুরিয়া ব্রিজে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার সন্ধ্যায় বাঙ্গরাবাজার থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) পিযুষ চন্দ্র দাশ।

নিহত সজিব পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া গ্রামের মনির খানের ছেলে ও তার বন্ধু সাকিব একই গ্রামের এরশাদ আলীর ছেলে। দুজনই পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন।

এ নিয়ে শুক্রবার নিহতের বড়ভাই ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতসহ মোট ৭ জনকে আসামি করে বাঙ্গরা বাজার থানায় মামলা দায়ের করলে পুলিশ হত্যার সময় ব্যবহৃত অটোরিকশা চালক ও মামলার এজাহার নামীয় আসামি মো. হাসানকে গ্রেপ্তার করে। পরে শনিবার হাসান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

হাসানের দেয়া তথ্য মতো তথ্যপ্রযুক্তির সহায়তা মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে মামলার ১নং আসামি মো. সাকিবকে ঢাকার এয়ারপোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

এ সময় উপস্থিত ছিলেন বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, পরিদর্শক (তদন্ত) মানস বড়ুয়া ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাজী শাহনেওয়াজ।

এ সময় পিযুষ চন্দ্র দাশ সাংবাদিকদের আরও জানান- ভিকটিম সজিব ও আসামি সাকিব একই গ্রামের হওয়ার সুবাদে তারা ভালো বন্ধু ছিলেন এবং একত্রে চলাফেরা করতেন। ভিকটিম সজিব রাজমিস্ত্রির কাজ করার সুবাদে প্রায়ই সময় মো. হাসানের অটোরিকশাযোগে চলাচল করতেন।

পরকীয়া প্রেমের জের ধরে ইতোপূর্বে সাকিবের সঙ্গে সজিবের বিরোধ সৃষ্টি হয়। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৯ মে) রাত সাড়ে ৯টার দিকে পূর্ব-পরিকল্পিতভাবে ভিকটিম সজিবকে অটোরিকশা দিয়ে নিয়ে আসে সাকিবসহ বাকি আসামিরা। পরে বিষ্ণপুর-রামচন্দ্রপুর সড়কের কাগাতুয়া গ্রামের ইন্দুরিয়া ব্রিজের কাছে এসে আসামিরা সজিবকে কুপিয়ে পুকুরের পানিতে ফেলে দেয়। পরে স্থানীয়রা সজিবকে আহত অবস্থায় উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। সেখানে সজিবের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সজিব মারা যায়।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, চাঞ্চল্যকর এ হত্যা মামলার ১নং আসামিসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

আর পড়তে পারেন