শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগরে ভুট্টা প্রদর্শনীর মাঠ দিবস ও বোরো ধান কাটা উৎসব অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৭, ২০১৮
news-image

মাহবুব আলম আরিফ, মুরাদনগর ঃ
রবি ২০১৭-১৮ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত ভুট্টা প্রদর্শনীর মাঠ দিবস ও বোরো ধান কাটা উৎসব সোমবার বিকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার টনকী গ্রামে অনুষ্ঠিত হয়েছে।

কৃষি সম্প্রসারন অধিদপ্তর কুমিল্লার অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) তারিক মাহমুদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাঠ দিবস ও ধান কাটা উৎসবের উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষন) আইয়ুব মাহমুদ।

উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল’র সভাপতিত্বে ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য হানিফ মিয়া, টনকী ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সায়েদুর রহমান, ভুট্টা চাষী কৃষক আবুল হাসমে।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য যোবেদ আলী, উপ-সহকারী কৃষি কর্মকতা তোফায়েল আহাম্মদ, ভুট্টা চাষী কৃষক আবুল বাসার, মানিক মিয়া, মো: শরীফ প্রমুখ।
এছাড়াও শতাধিক কৃষক-কৃষানী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অতিথিরা টনকী ব্লকে প্রথমবারের মত ৫জন চাষীর চাষ করা ভুট্টার জমি গুলো পরিদর্শন করেন এবং কৃষক মানিক মিয়া জমিতে বোরো ব্রি-২৮ ধান কাটার মাধ্যমে ধান কাটা উৎসবের উদ্বোধন করেন।

আর পড়তে পারেন