শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মেসিকে নিয়ে সাবেক কোচের মন্তব্যকে পুরোপুরি উড়িয়ে দিলেন বর্তমান কোচ কোম্যান

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৪, ২০২০
news-image

 

স্পোর্টস ডেস্কঃ

লিওনেল মেসিকে সামলানো কঠিন- এমন মন্তব্য করে বেশ শোরগোল বাধিয়ে দিয়েছেন বার্সেলোনার সাবেক কোচ সিসে সেতিয়েন। তিনি বলেছেন, মেকি কথা বলেন কম। তাকে সামলানো খুব কঠিন। যে কারণে তার সঙ্গে কাজ করাটাও কঠিন।

বার্সার সাবেক কোচের এই মন্তব্যকে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন বর্তমান কোচ রোনাল্ড কোম্যান। বরং, সাবেক কোচের সঙ্গে সম্পূর্ণ দ্বিমত পোষণ করেছেন বর্তমান কোচ। কোম্যান বলেন, ‘মেসির সঙ্গে কাজ করতে তো আমার কোনো সমস্যা হচ্ছে না! বরং, তার মধ্যে তো আমি এক বিশাল জয়ের চরিত্র দেখতে পাচ্ছি।’

বার্সায় মেসির সঙ্গে কোম্যান কাজ করছেন খুব বেশিদিন হয়নি। মাত্র তিন কি চার মাস। এর আগে সেতিয়েন কাজ করেছেন ৬ থেকে ৭ মাস। কিন্তু সেতিয়েনের চেয়ে মেসিকে বেশি চিনেছেন কোম্যান। সে কারণে তিনি বলেন, ‘লিও বিশ্বের সেরা ফুটবলার। দলের অধিনায়ক। প্রত্যেক সপ্তাহে মাঠে এবং ড্রেসিংরুমে তার সঙ্গে দল নিয়ে আলোচনা করি। আমাদের সম্পর্কও সহজ। আমি সেতিয়েনের বক্তব্যের সঙ্গে একমত হতে পারছি না। ’

ডায়নামো কিয়েভের বিরুদ্ধে আজ গভীর রাতে (রাত ২টায়) চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে নামছে লিওনেল মেসির বার্সেলোনা। এই ম্যাচ নিয়ে কোম্যান বলেন, ‘টানা দুই ম্যাচে জিতেছি। সেই ধারা বজায় রাখতে হবে।’

আর পড়তে পারেন