শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

যত বড় জয়, তত বড় শঙ্কা আছে, বিপুল বিজয়ে আত্মতুষ্টি বা আত্মহারা হওয়ার কোনো কারণ নেই

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১৪, ২০১৯
news-image

 

ডেক্স রিপোর্টঃ

১৪ দলের সমন্বয়ক ও সাবেক সাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যত বড় জয়, তত বড় শঙ্কা আছে। সোমবার ১৪ জানুয়ারি দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইনস্টিটিউশনে সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিপুল বিজয়ে আত্মতুষ্টি বা আত্মহারা হওয়ার কোনো কারণ নেই। ১৯৭৫-এর আগেও আমাদের অনেক বড় বিজয় এসেছিল। এ পরই আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি। এবারও বড় বিজয়ে বেশি খুশি হওয়ার কোনো কারণ নেই। ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে।

মোহাম্মদ নাসিম বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন আমার ছোট ভাইয়ের মতো। তাদের সাথে আমাদের সম্পর্ক ছিল পারিবারিক। ওয়ান-ইলেভেনে সৈয়দ আরশাফ সাহসী ভূমিকা পালন করেছেন। ওই দুঃসময়ে সাহসী ভূমিকা পালন করে তিনি আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছেন।

তিনি বলেন, এদেশে আর কোনোদিনও সাম্প্রদায়িক শক্তি ও মৌলবাদ মাথা তুলে দাঁড়াতে পারবে না। গত ৩০ ডিসেম্বরের নির্বাচন প্রমাণ করেছে যে প্রতিবারই এদেশের সরকার হবে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার।

আর পড়তে পারেন