শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামের ৫টি ইউপি নির্বাচনে আ’লীগের একক দলীয় মনোনয়ন পেলেন যারা

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৭, ২০২১
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা লাকসামে আসন্ন ইউপি নির্বাচনে আ’লীগের দলীয় মনোনয়ন উপজেলার ৮টি ইউপির মধ্যে ৫টি ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী তালিকা যাচাই বাছাই শেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটে।

মঙ্গলবার (০৫ অক্টোবর) দুপুরে লাকসাম পূর্ব হাউজিং বাইপাস দলীয় কার্যালয়ে শীর্ষ নেতৃবৃন্দের সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়া একক দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এসহাক মিয়ার সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে প্রার্থী মনোনয়ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ইউনুস ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবু তাহের, সাংগঠনিক এ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যাপক মোঃ আবুল খায়ের, আ’লীগ নেতা হাজী জয়নাল আবেদীন মেস্তরী, যুগ্ম আহবায়ক মোঃ দলিলুর রহমান মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সানি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার, পৌর ছাত্রলীগের সভাপতি সাইফ খাঁন স্বাধীন, সাধারণ সম্পাদক কাউছার আহমেদসহ আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দেশব্যাপী ২য় ধাপের ইউপি নির্বাচনের দিনক্ষণ ২৯ সেপ্টেম্বর বুধবার নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে এ উপজেলা সর্বত্র বেজে উঠে নির্বাচনী ঢামাঢোল। শুরু হয়েছে নেতা-কর্মীদের মাঝে দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাপ। আসন্ন ৫টি ইউপি নির্বাচনে আ’লীগের দলীয় মনোনয়ন পেলেন ৪নং কান্দিরপাড় ইউপির বর্তমান চেয়ারম্যান ওমর ফারুক, ৫নং গোবিন্দপুর ইউপির বর্তমান চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিন শামীম, ৬নং উত্তরদা ইউপির তরুন সমাজ সেবক ও ব্যবসায়ী মোঃ ইমাম হোসেন, ৭নং আজগরা ইউপি আওয়ামী যুবলীগের আহবায়ক ও ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদার এবং লাকসাম পূর্ব ইউপি’র বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী আহমেদ।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী এ উপজেলার ৫টি ইউপি নির্বাচনে ভোট গ্রহণ ১১ নভেম্বর, মনোনয়ন জমার শেষ তারিখ ১৭ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার ২৬ অক্টোবর, মনোনয়ন পত্র যাচাই-বাছাই ২০ অক্টোবর, আপীল শুনানী ২১-২৩ অক্টোবর, আপীল নিষ্পত্তি ২৪-২৫ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর নির্ধারন করা হয়েছে। আগামী ৩/৪ দিনের মধ্যে সংরক্ষিত মহিলা মেম্বার ও পুরুষ মেম্বার পদে দলীয় মনোনয়ন চুড়ান্ত করে ঘোষণা করা হবে।

কোন ইউপি’তে বিদ্রোহী প্রার্থী হওয়ার কোন সুযোগ নেই। এছাড়া রাজনৈতিক বিরোধী দলগুলোর প্রার্থীতা নিয়ে এখনও কোন তথ্য পাওয়া যায়নি। তবে সংরক্ষিত মহিলা মেম্বার ও সাধারণ সদস্য পদে গণতান্ত্রিক ভাবে উন্মুক্ত নির্বাচণের দাবী জানিয়েছেন অনেকেই।

এ ব্যাপারে স্থাণীয় প্রশাসনের একাধিক সূত্র জানায়, এ উপজেলার ৫টি ইউপি নির্বাচন ঘিরে আমাদের সকল প্রস্তুতি রয়েছে। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখাসহ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে যা যা করার প্রয়োজন আমরা তা করব।

আর পড়তে পারেন