বুধবার, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৬ প্রধান শিক্ষকের পদ শূন্য

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১০, ২০১৭
news-image

সেলিম চৌধুরী হিরাঃ

কুমিল্লার লাকসাম উপজেলায় ৮০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কয়ক বছর ধরে ২৬ জন প্রধান শিক্ষক ও ২২ সহকারি শিক্ষকের পদ শূন্য রয়েছে । শিক্ষার মান উন্নয়নে সরকারিভাবে নির্দেশনা থাকলেও প্রধান শিক্ষক পদায়নে নেই কোন সন্তোষজনক উদ্যোগ। ভারপ্রাপ্ত ও সহকারী শিক্ষক দিয়ে চলছে প্রধান শিক্ষকের কাজ। প্রধান শিক্ষকের পাশাপাশি সহকারি শিক্ষকের পদও রয়েছে শূণ্য। প্রধান ও সহকারী শিক্ষকের পদ শূন্য থাকায় শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে ব্যাঘাত ঘটছে। ক্ষতি হচ্ছে কোমলমতি ছাত্র-ছাত্রীদের। শিক্ষক শূন্যতার কারনে কিছু কিছু বিদ্যালয়ের সমাপনী ফলাফলেও বিপর্যয় দেখা যাচ্ছে।

প্রধান শিক্ষক শূন্য বিদ্যালয়গুলো হলো আউশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , ভাবকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়,রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাড়িদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় , মেল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় ,
শ্রীয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয় , দক্ষিন চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়বাম সরকারি প্রাথমিক বিদ্যালয় , উত্তর গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধানকুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, অশ্বতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পোলইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইরুয়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয় , কামড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হারাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিকারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘাটার দরগাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডোমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আসকামতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তপইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ।

শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ৮০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে শূণ্য রয়েছে ২৬ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পাশাপাশি ২২ সহকারি শিক্ষকের পদ।

সাধারনত বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের মাসিক সভা, প্রতিবেদন তৈরি ও দাপ্তরিক কাজে ব্যস্ত থাকতে হয়। প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়গুলোতে সহকারি শিক্ষকরা এ দায়িত্ব পালন করেন। ফলে তাদের এক সঙ্গে পাঠদানও দাপ্তরিক কাজ ছাড়াও বিভিন্ন সভায় যোগ দিতে হয়। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়ে নষ্ট হচ্ছে বিদ্যালয়ের শৃঙ্খলা। অপরদিকে প্রধান শিক্ষক না থাকায় গাফিলতি থাকে সহকারী শিক্ষকদের দায়িত্ব পালনেও।

কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থীর অভিভাবক রমজান আলী জানান, শিক্ষক সংকটে বিদ্যালয়ের পড়ালেখার মানও কমে গেছে। এক শিক্ষক দিয়ে ২/৩ জনের কাজ চালানো হয়। তাই অচিরেই এসব প্রতিষ্ঠানে শূন্য পদে শিক্ষক নিয়োগ করা প্রয়োজন। নতুবা শিক্ষার মান আরো হ্রাস পাবে।

শিক্ষা মন্ত্রনালয় ও প্রশাসনিক ভাবে এ সমস্যা নিরসনে উদ্যোগ না নিলে ভবিষ্যত প্রজন্ম কোমলমতি শিশুদের সু-শিক্ষা গ্রহণ বাধাগ্রস্থ হয়ে পড়বে বলে অভিভাবকরা মনে করেন।

এ বিষয়ে উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মাহবুব জানান, প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকের শূন্য পদের বিপরীতে শিক্ষকের চাহিদা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রধান শিক্ষক না থাকায় সহকারি শিক্ষকগণ দায়িত্বপালন করতে গিয়ে অভিজ্ঞতা অর্জন করেছে। তাই বর্তমানে প্রধান শিক্ষক শূন্য বিদ্যালয়গুলোতে সহকারি শিক্ষক থেকে প্রধান শিক্ষকের পদে পদোন্নতির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আর পড়তে পারেন