মঙ্গলবার, ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

‎লালমাইয়ে ৫ টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর আটক ১

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৭, ২০২৫
news-image

‎স্টাফ রিপোর্টার:

‎কুমিল্লার লালমাইয়ে পাঁচ টাকার লোভ দেখিয়ে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সিয়াম উল্যাহ শামীম (১৫) নামে একজনকে আটক করেছে লালমাই থানা পুলিশ।

‎সোমবার (৬ অক্টোবর) বিকেলে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম।

‎এ-ঘটনায় ভুক্তভোগী ওই শিশুর পিতা বাদী হয়ে লালমাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎আটক শামীম উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের পূর্ব পেরুল গ্রামের টিটু খানের ছেলে।

‎পুলিশ ও ভুক্তভোগী শিশুটির পরিবার সূত্রে জানা যায়, রবিবার দুপুরে বিকেলে শিশুটি তার বাড়ি পাশে খেলাধুলা করছিল। এসময় ৫ টাকার নোট দিয়ে প্রলোভন দেখিয়ে শামীম শিশুটিকে পাশের একটি পরিত্যক্ত টিন শেড ঘরে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন।

‎বিষয়টি আশপাশের লোকজন টের পেয়ে গেলে শিশুকে বাড়ি পাঠিয়ে দেন শামীম। পরে শিশুর মা তার হাতে চকলেট দেখতে পেয়ে জিজ্ঞেস করলে শিশুটি তার মাকে ঘটনাটি খুলে বলে। পরদিন সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করলে পুলিশ এসে শামীমকে আটক করে থানায় নিয়ে যায়।

‎এবিষয়ে থানা অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, একটি শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শামীম নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা শেষে আগামীকাল আদালতে পাঠানো হবে।

আর পড়তে পারেন