মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিক্ষার্থীদের অপরাধমূলক কর্মকান্ড থেকে মুক্ত থাকতে হবে: শিক্ষামন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৭, ২০১৯
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুর:
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, শিক্ষা গ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ ও মৌলবাদসহ অপরাধমূলক কর্মকান্ড থেকে মুক্ত থাকতে হবে। উগ্রপন্থা, জঙ্গিবাদ ও সন্ত্রাস থেকে এখন বিশ্বের কোন দেশই মুক্ত নয়। নিউজিল্যান্ডেরমত শান্তি প্রিয় দেশেও এমন একটি জঘন্যতম ঘটনা ঘটে গেলে। তাই সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।

শনিবার (১৬ মার্চ) বেলা ১১টায় চাঁদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আগামী দিনগুলোতে শিক্ষার মানোন্নয়নে আমরা বদ্ধপরিকল্প। শিক্ষার মানোন্নয়নের মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীরা যেন জ্ঞানার্জনের পাশাপাশি মানবিকতা, নৈতিকা গুনাবলী সম্পন্ন হয়ে সত্যিকারের দেশ প্রেমিক হিসেবে গড়ে উঠতে পারে সেজন্যে আমরা চেষ্টা করছি।

তিনি আরো বলেন, আমরা চাই সন্ত্রাস, জঙ্গীবাদ, মৌলবাদসহ যত নেতিবাচক দিক আছে সেগুলো থেকে আমাদের শিক্ষার্থীদেরকে, আমাদের নতুন প্রজন্মকে মুক্ত রাখতে হবে। আমরা আশাকরি আমাদের শিক্ষা ব্যবস্থায় সেই মান নিয়ে আসবে পারবো। যার মাধ্যমে আমরা তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারবো এবং আমাদের দেশে এই যে জঙ্গীবাদ, মৌলবাদ এর মধ্য থেকেও শিক্ষার্থীরা সম্পূর্ণভাবে মুক্ত থাকতে পারবে। সন্ত্রাস ও মাদকের হাত থেকে মুক্ত থাকতে পারবে। সেই ক্ষেত্রে অবশ্যই ক্রীড়া, সংস্কৃতি চর্চার বিরাট অবদান রয়েছে।

চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ.এস.এম. দেলওয়ার হোসেন এর সভাপতিত্বে ক্রীড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বাংলাদেশ শিক্ষা সমিতির মহাসচিব শাহিদুর খবির চৌধুরী, চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, চাঁদপুর পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলালসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুল টিপু, মানব সম্পদ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান ভূইয়া, চাঁদপুর শহর আওয়ামী লীগের সহ-সভাপতি আ: আজিজ খান বাদল, আলহাজ্ব নুরুল ইসলাম নুরু, চাঁদপুর জেলা ছাত্র লীগের সভাপতি আতাউর রহমান পারভেজসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইসলাকি স্টাডিজ বিভাগীয় প্রধান রুহুল আমিন, পরে গীতা পাঠ করা হয়। পরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তলন, শান্তির পায়রা উন্মুক্ত আকাশে উড়ানো, কুচকাওয়াজ ও প্রদর্শনী করা হয়। সবশেষে শিক্ষামন্ত্রী কলেজের ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

আর পড়তে পারেন