বুধবার, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শীত শৈশব

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২১, ২০২২
news-image

শেখ মুসলিমা মুন:
আমার কুয়াশা ভোর,
আমার শৈশব- কিশোরবেলা…
আহা!
ফিরে আসে, ফিরে আসে, আবারো হারায়…হারায় যে কোথা!

জলের ওপরে জল, ধোঁয়া ওঠা জল, ভেসে ভেসে আসে জলেরই ছায়ায়…
চরকা বুড়ি চাঁদ জেগে সারা রাত কেটেছে যে সুতো,
ঝরে পড়ে গায় সকাল-বেলায়…
জড়িয়ে নিয়েছে যে শিশিরের ছোঁয়া প্রাণের মায়ায়…
রোদমাখা সুখ, দুপুর-পুকুর, আড্ডার-মেলা, উনুনের ওম, সন্ধ্যা-বেলায়…
নবান্নের ধান, ধানের ঘ্রাণ, উঠোনে মলন, মলনের ঘোর, থোক থোক ব্যাথা, ধানের পালায়…
শীতের বিকেল-সন্ধ্যায় নামে ভালোবাসা-ঘ্রাণে, মায়ায় মায়ায়…
শীত-শীত হিম, শৈশব ভাসে, ভেসে-ভেসে আসে… হিমেল হাওয়ায়…

ধোঁয়া-ধোঁয়া-রাত, কুয়াশা আকাশ
পোড়া-আগুন,আগুন-পোড়া গন্ধে –
মটর-কলাই ছাইমাখা স্বাদে…
আসবে কী ফের আবারো সে ভোর, সকালের ওমে- রোদমাখা ছাদে, ঝলসানো দুপুর, দুপুর-পুকুর…

শৈশব ঘ্রাণে আর কৈশর প্রাণে?…আহা!
এসো না গো ফিরে, এসো
একবার, এসো না আবার এসো এইবেলা… এসো ভালোবেসে… আহা!

আর পড়তে পারেন