শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

শ্রীকাইলে ৪ শ জনের রক্তের গ্রুপ নির্ণয় করেছে বাঙ্গরা বাজার থানা রক্তদান সংগঠন

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১০, ২০১৯
news-image

 

জাহাঙ্গীর আলম ইমরুলঃ

“যদি হই রক্তদাতা, জয় করবো মানবতা” এই শ্লোগানে মুরাদনগরের শ্রীকাইলে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি। এ সময় চার শত শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল সরকারি কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘বাঙ্গরা বাজার থানা রক্তদান সংগঠন’।

সোমবার সকাল ৯ টায় শুরু হয়ে চলে দুপুর ২ টা পর্যন্ত। শ্রীকাইল সরকারি কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন উদ্বোধন করেন শ্রীকাইল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিয়া গোলাম সারোয়ার। তিনি শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে সংগঠন এর এই উদ্যোগকে স্বাগত জানান এবং এর উদ্যোক্তাদের ভুয়সী প্রশংসা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বাঙ্গরা বাজার থানার সেকেন্ড অফিসার মোঃ আব্দুল্লাহ আল-মামুন।

সংগঠন এর সকল প্রতিষ্ঠাতা সদস্য, স্বেচ্ছাসেবীগণ ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন।

উদ্যোক্তারা জানান, বিনামূল্যে রক্তের প্রয়োজনে সবসময় পাশে থাকা এবং কুমিল্লায় রক্তের ঘটতি পূরণে স্বেচ্ছায় রক্তদানে সবসময় প্রস্তুত রয়েছে বাঙ্গরা বাজার থানা রক্তদান সংগঠন এর সদস্যরা ।

আর পড়তে পারেন