শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সত্যি হলো সালার শেষ বার্তা, মরদেহ সনাক্ত

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৮, ২০১৯
news-image

 

স্পোর্টস ডেক্সঃ

চলতি মাসেই আর্সেনালের বিপক্ষে অভিষেক হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই পৃথিবীকে বিদায় জানালেন ইংলিশ প্রিমিয়ার লিগের আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো সালা।

 

২১ জানুয়ারি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার উদ্দেশে ফ্রান্সের নঁতে থেকে কার্ডিফ যাত্রার জন্য বিমানে চড়েন সালা। কিন্তু সেটি আর গন্তব্যে পৌঁছায়নি। বিধ্বস্ত হয় ইংলিশ চ্যানেলে। বিমানটি ছিল এক ইঞ্জিনবিশিষ্ট। বাজে আবহাওয়ার কারণে মাঝপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বিমানটির।

সত্যি হলো সালার শেষ বার্তা

সালার মরদেহ সন্ধানকারী জাহাজ। ছবি: এক্সপ্রেস

দুর্ঘটনার আগে হোয়াটস অ্যাপের মাধ্যমে অডিও বার্তা প্রকাশ করেছিলেন এই ফুটবলার। এটিই ছিল তার শেষ অডিও বার্তা। সেখানে সালা বলেন, ‘হ্যালো! ছোট ভাইয়েরা, তোমরা কেমন আছো? আমি মারা গেছি। আমি একটি প্লেনে আছি যেটি ভেঙে পড়ছে বলে মনে হচ্ছে। আমি কার্ডিফ যাচ্ছি। আগামীকাল থেকে শুরু হবে। বিকেলে ট্রেনিং। দেখা যাক কী হয়!’

 

কিন্তু সেই ট্রেনিংয়ে আর যোগ দেওয়া হয়নি সালার। এভাবেই শেষ হয়ে যায় আর্জেন্টাইন স্ট্রাইকারের নতুন ক্লাবে খেলার একটি স্বপ্ন।

ফরাসি ক্লাব নঁতের হয়ে খেলতেন সালা। পরবর্তীতে কার্ডিফ সিটি তাদের ইতিহাসের রেকর্ড ১৭ মিলিয়ন ইউরো খরচ করে নঁতের কাছ থেকে কিনে নেয় তাকে।

আর পড়তে পারেন