শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সদর উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন : পুরনোতেই আস্থা, নতুন নেতৃত্ব সৃষ্টি হয়নি

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৩০, ২০২২
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন নগরীর কান্দিরপাড় টাউন হল মাঠে অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের পুনরায় সভাপতি হয়েছেন মুক্তিযোদ্ধা কাজী আবুল বাসার ও সাধারণ সম্পাদক হয়েছেন তারিকুর রহমান জুয়েল।

বোরবার সকালে অনুষ্ঠিত সম্মেলনের উদ্ধোধক ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আকম বাহাউদ্দিন বাহার। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর।

আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবুল বাসারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুসিক মেয়র আরফানুল হক রিফাত, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান বাবলু। সম্মেলনে স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এডভোকেট মো আমিনুল ইসলাম টুটুল।  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল রহমান জুয়েলের পরিচালনায় সম্মেলনে মহানগর জেলা ও উপজেলা বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল রহমান জুয়েলের পরিচালনায় সম্মেলনে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক রুহুল আমিন, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি জহিরুল হক সেলিম। সম্মেলনে উপজেলা বিভিন্ন ইউনিটের আওয়ামীলীগের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সভায় কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে সদরের আমড়াতলী ইউনিউনের চেয়ারম্যান কাজী মোজাম্মেল, জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ,কালিরবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেকান্দার আলী, পাচঁথুবী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন বাহলুল,দূর্গাপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, দূর্গাপুর দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম, মোঃ শাহজাহান, হাজী মোহাম্মদ সেলিম, মোঃ মোবারক আলী। যুগ্ম সাধারন সম্পাদক হয়েছেন আহম্মেদ নিয়াজ পাভেল, কাজী খোরশেদ আলম, মোঃ আব্দুল কাদেরকে। আগামী তিন বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়েছে।

 

আর পড়তে পারেন