শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সাংবাদিকতা একটা মহান পেশা- কুবি উপাচার্য

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৭, ২০১৯
news-image

কুবি প্রতিনিধি:
‘সাংবাদিকতা একটা মহান পেশা। সাংবাদিকদের জন্য অনেক বড় অপরাধ সংগঠিত হতে পারেনা। কারও উপর রাগ, বিরাগ বা অনুরাগ না রেখে সামনে এগিযে যাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির(কুবিসাস) নতুন কার্যনির্বাহী পরিষদের নিকট দায়িত্ব হস্তান্তর এবং প্রকাশনা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নং রুমে এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী সাময়িকীর মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে সমিতির সভাপতি মো: মতিউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: জাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. এ. কে. এম. রায়হান উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহের এবং সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মুহাম্মাদ শফিউল্লাহ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা পরিষদের সভাপতি জিনাত আমান ও সাধারণ সম্পাদক মো: আবদুল লতিফ, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক মো: রেজাউল ইসলাম মাজেদ, বিশ্বদ্যিালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, এস এ টিভির কুমিল্লা জেলা প্রতিনধি আবু মূসাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং সমিতির সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেন, ‘সাংবাদিক সমিতি একটি শক্তিশালী সংগঠন। যারা নিয়মতান্ত্রিকভাবে তাদের কাজ করে যাচ্ছে। আশা করছি ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’

এসময় সমিতির সাবেক সভাপতি মুহাম্মাদ শফিউল্লাহ বলেন, ‘ক্যাম্পাস সাংবাদিকতাকে বলা হয় সাংবাদিকতার আতুড় ঘর। এখান থেকে বের হবে বিশ্বখ্যাত তুখোড় সাংবাদিকরা। তাদের সকল প্রকার ভয়-ভীতির উর্ধ্বে থেকে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটি-২০১৮ এর সদস্যদের সম্মাননা স্বারক প্রদান করা হয় এবং নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে। নতুন কার্যনির্বাহী কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

আর পড়তে পারেন