শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সুপ্রিম কোর্টে জানাজা শেষে আব্দুল মতিন খসরুর মরদেহ নেয়া হবে কুমিল্লায়

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৫, ২০২১
news-image

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের নব নির্বাচিত সভাপতি এবং সাবেক আইন মন্ত্রী এডভোকেট আব্দুল মতিন খসরুর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে বাংলাদেশ সুপ্রীম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম পরিচালনা না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের মুখপাত্র জানান, বৃহষ্পতিবার (১৫ এপ্রিল) সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন মহোদয় আপিল বিভাগের ১ নং আদালতে বিষয়টি সকলকে অবহিত করেন।

এদিকে অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর প্রিয় কর্মস্থল বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা ১৮ মিনিটে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল পৌঁনে ৯টায় লাশবাহী ফ্রিজিং গাড়িতে তার মরদেহ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি চত্বরে আনা হয়। তার আগে সকালে বকশীবাজারে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্টে জানাজা শেষে তার মরদেহ কুমিল্লায় নিয়ে যাওয়া হবে। সেখানেই দাফন করা হবে তার মরদেহ।

বুধবার বিকেল ৪টা ৪৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আবদুল মতিন খসরু।

আর পড়তে পারেন