সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বর্ণদ্বীপে শীতকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শনে সেনাপ্রধান

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৩১, ২০২২
news-image

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর স্বর্ণদ্বীপে শীতকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন ও স্থানীয় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহম্মেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি ।

শনিবার (৩১ ডিসেম্বর) নোয়াখালীর হাতিয়ার স্বর্ণদ্বীপে শীতকালিন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করেন। পরে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

সেনাবাহিনী প্রধান স্বর্ণদীপে আগমনের পর তাকে অভ্যর্থনা জানান কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো: মাইনুর রহমান, এসইউপি, এডব্লিউসি, পিএসসি।

সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন এবং ৩৩ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় কক্সবাজার জেলার শ্যামলাপুর ও নোয়াখালীর স্বর্ণদ্বীপে ১১০০টি অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী শীতকালীন প্রশিক্ষণ এলাকায় অসহায়, দুঃস্থ ও গরীব মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রধানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন কর্মসূচি পরিচালনা করছে।

আর পড়তে পারেন