মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

হাতি দিয়ে চাঁদা আদায়, ব্যবসায়ী ও পথচারীরা অতিষ্ঠ

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৭, ২০২১
news-image

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
কুমিল্লা তিতাস উপজেলায় হাতি দিয়ে সকাল-সন্ধ্যা চাঁদা তোলা হচ্ছে। হাতির মাহুত সেলামির নামে দুই তিনদিন ধরে উপজেলার বিভিন্ন হাটবাজার ও সড়কে যানবাহন আটকিয়ে চাঁদা তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে অতিষ্ঠ হয়ে উঠেছেন ব্যবসায়ী ও পথচারীরা।

হাতির মাহুত সোহেল বলেন, ‘চাঁদা তো না, সাহায্য নিচ্ছি। হাতিকে খাওয়ানোর জন্য সাহায্য চাইতে চাইতে নিজ বাড়ি নরসিংদী থেকে হাতি নিয়ে তিতাস-হোমনা পর্যন্ত এসেছি।’

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) উপজেলার বাতাকান্দি, মাছিমপুর ও আসমানিয়া বাজার এবং গত বুধবার (২৪ নভেম্বর) কড়িকান্দি বাজার এলাকায় দুটি হাতিকে চাঁদা তুলতে দেখা যায়।

মাছিমপুর বাজারের ফল ব্যবসায়ী আলাউদ্দিন বলেন, ‘সকালে দোকান খুলে বসছি বেচাকিনাও করি নাই, এমন সময় হাতি নিয়া হাজির দোকানের সামনে।টাকা নেই বলার পরও হাতি যাচ্ছে না। শুঁড় দিয়ে আমার গায়ে পানি দিচ্ছে। তাই ভয়ে চাঁদা দিচ্ছি।’

আর পড়তে পারেন