শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

৮ আগস্ট থেকে ঈদে ট্রেনের অগ্রিম টিকিট পাওয়া যাবে

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৭, ২০১৮
news-image

ডেস্ক রিপোর্ট :
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৮ আগস্ট থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। চলবে ১২ আগস্ট পর্যন্ত। আর ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৫ আগস্ট, চলবে ১৯ আগস্ট পর্যন্ত।

বৃহস্পতিবার রেল ভবনের সভাকক্ষে এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মো. মুজিবুল হক এ তথ্য জানান।এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়া সাপেক্ষে আগামী ২২ আগস্ট ঈদুল আজহা উদযাপন হওয়ার কথা। মন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ঈদে বাড়ি গমনেচ্ছু যাত্রীদের জন্য ৮, ৯, ১০, ১১ ও ১২ আগস্ট বিক্রি হবে যথাক্রমে ১৭, ১৮, ১৯, ২০ ও ২১ আগস্টের টিকিট। আর ঈদ উদযাপনের পর বাড়ি থেকে কর্মস্থলগামী যাত্রীদের জন্য ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ আগস্ট বিক্রি হবে যথাক্রমে ২৪, ২৫, ২৬, ২৭ ও ২৮ আগস্টের ফিরতি টিকিট।

আর পড়তে পারেন