বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সন্তান যেন ইভটিজিং ও মাদকে জড়িয়ে না যায় সে দিকে খেয়াল রাখতে হবে —– রবীন্দ্র চাকমা

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৪, ২০১৭
news-image

মোঃ জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বারঃ
আপনার সন্তান যেন মাদক,ইভটিজিং সহ নানা অপরাধ মূলক কর্মকান্ডে যেন জড়িয়ে না যায়, সে দিকে খেয়াল রাখতে হবে। সন্তান ভুল করতে পারে কিন্তু অভিভাবকরা সবসময় সচেতন থাকতে হবে। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের প্রতি খেয়াল রাখতে হবে। দেবিদ্বার উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা মঙ্গলবার বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে নবাগত নির্বাহী কর্মকর্তাকে সংবর্ধনা ও মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন। এসময় তিনি অরো বলেন, সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মন্দ কাজ থেকে বিরত রাখে। তবে মেয়েদের পাশা-পাশি ছেলেদেরকেও এই সংস্কৃতি অঙ্গনে এগিয়ে আসতে হবে। দেবিদ্বারের সাংস্কৃতিকে জাতীয় পর্যায়ে নিয়ে যেতে সার্বিক চেষ্টা অব্যাহত থাকবে।
দেবিদ্বার উপজেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী , জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের সভাপতি জয়নুল আবেদীন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান, দেবিদ্বার প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দেবিদ্বার নিউজ ২৪ ডট কম এর সম্পাদক মোঃ ফখরুল ইসলাম সাগর, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বার উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাজমা আক্তার, সাংগঠনিক সম্পাদক রোজিনা আক্তার, মহিলা নেত্রী সামসুন্নাহার বাবুল, পারভীন আক্তার, লিপি আক্তার ও আখি আক্তার সহ শিল্পকলা একাডেমির শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ প্রমুখ। পরে কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামীলীগ ও দেবিদ্বার উপজেলা মহিলা আওয়ামীলীগ এর পক্ষ থেকে নবাগত নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করে নেয় এবং সংবর্ধনা ও আলোচনা সভা শেষে মনোজ্ঞ গান ও নিত্য পরিবেশন করেন উপজেলা শিল্পকলা একাডেমীর শিক্ষার্থীরা।

আর পড়তে পারেন