বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএনপির কর্মসূচিতে জামায়াত নেই, না থাকলেও অসুবিধা হচ্ছে না

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২২, ২০১৮
news-image

 

ডেস্ক রিপোর্ট :

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে বিএনপির পাশে নেই দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামী। এতে ২ দলের দূরত্ব বা টানাপোড়েন বলতে মানতে নারাজ বিএনপি। বিএনপির জ্যেষ্ঠ নেতাদের দাবি, জামায়াতকে ছাড়াই সফল হচ্ছে তাদের কর্মসূচি।

দূর্নীতি মামলায় খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর পর রায়ের সমালোচনা ও জোট প্রধানের মুক্তি দাবি করে দুবার বিবৃতি দিয়েই দায়িত্ব শেষ করেছে জামায়াতে ইসলামী। জোট প্রধানের মুক্তির আন্দোলনে ২০ দলের নেতাকর্মীরা পথে নামলেও মাঠে নেই দেড় যুগের মিত্র জামায়াত। জোটের অন্য নেতারা উপস্থিত থাকলেও খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির কোনও কর্মসূচিতেই অংশ নেয়নি জামায়াতের কর্মী, সমর্থকরা।

জোট প্রধানের মুক্তির দাবিতে দেওয়া কর্মসূচির কোনোটিতেই জামায়াতের না থাকার কারণ হিসেবে দলটির প্রতি সরকারের দমন পিড়নকেই দায়ী করছেন বিএনপির জেষ্ঠ্য নেতারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, জামায়াতের এখন তেমন কেউ নেই। তাদের প্রধান নেতারা মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছেন।

জামায়াতের সঙ্গে বিএনপির বন্ধুত্ব আদর্শিক নয় নির্বাচনী বলে দাবী করে বিএনপি নেতাদের দাবি, জামায়াত বিএনপির পাশেই রয়েছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে হয়তো জামায়াত কর্মীরা নেই, তাতে অসুবিধা হচ্ছে না। বিএনপি নিজের পায়ে দাঁড়াতে পারে। দৃঢ়ভাবে মোকাবিলা করার শক্তি সাহস বিএনপির রয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখানে কার সাথে কি সম্পর্ক চলার পথে কারো মাথা ব্যথা নেই। কেউ আগে চলছে, কেউ পেছনে চলছে, কেউ ডানে, কেউ বামে সবার পথ চলা একটাই গন্তব্যস্থল একটাই।

তবে জোটভিত্তিক কর্মসূচি দেওয়া হলে জামায়াত অংশ নিতে পারে বলেও জানান বিএনপির নেতারা। সূত্র: ইন্ডিপেডেন্ট টিভি

আর পড়তে পারেন